শ ম বিপ্লব-
ময়মনসিংহের গৌরীপুরের হারুন অর রশিদ নামে এক নির্মাণ শ্রমিকের ঘরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় আসবাবপত্রসহ ২টি ঘর পুড়ে চাই। এ ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের হাটশিরা গ্রামে।
জানা গেছে, উল্লেখিত গ্রামের হাছেন মুন্সি ছেলে নির্মান শ্রমিক হারুন শনিবার সকালে কাজের উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে। বিকালে খালি বাড়ি রেখে হারুনের স্ত্রী আছমা বেগম প্রতিবেশী বাড়ির ফ্রীজে মাছ রাখতে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখে ঘরে আগুনের লেলিহান শীখা ছড়িয়ে পড়েছে।
তখন স্থানীয়রা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুটি ঘরসহ, আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
হারুনের ছেলে আলতাব জানান, আমাদের সাথে কারো শত্রুতা নেই। কিভাবে কি কারণে আগুনের সূত্রপাত আমরা বলতে পারছিনা। ক্ষয়-ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার ওপরে।
আগুনে পুড়ার ঘটনায়, ইউনিয়নের সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন পাপ্পু গ্রামবাসীর সহযোগিতা হারুনের পরিবারের মাথা গোজার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন আগুনে ঘর পুড়ে যাওয়ার ঘটনা শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সুবর্নবাংলা-এসএমবি
Leave a Reply