মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
জঙ্গিবাদ- মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা যুবলীগ । সোমবার (৩০ নভেম্বর) বিকাল ৪টায় তুরাগ থানার আওতাধীন ঢাকা উত্তর সিটির ৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন কামারপাড়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে ।
তারপর সব ওয়ার্ডের নেতৃবৃন্দ একত্রিত হয়ে তুরাগ থানা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ ও যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন নাসিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে বের হন । উক্ত বিক্ষোভ মিছিলটি তুরাগের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কামারপাড়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
এ সময় যুবলীগের নেতারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যদি কোনও অপপ্রচার চালানো হয় তাহলে সেটা কঠোর ভাবে প্রতিহত করা হবে । যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল মূলত তারাই আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তি করছে । তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা ।
উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ, ৫৩ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ তৈয়্যবুর রহমান, মোঃ মাসুদ রানা জালাল, যুবলীগ নেতা শফিরুদ্দিন, মোঃ মামুন সরকার, মোঃ আলী, মোঃ রানা, মোঃ সজীব, মোঃ সাজ্জাদ, মোঃ রবিউল, মোঃ ফিরোজ, মোঃ মোরশেদ, ৫২নং ওয়ার্ড যুবলীগ নেতা শেখ শাহ আলম আকাশ, মোঃ খোকন প্রমুখ ।
সুবর্নবাংলা-এসএমবি
Leave a Reply