কেন্দুয়া প্রতিনিধি-
৭ই ডিসেম্বর আজ নেত্রকোণার কেন্দুয়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে কেন্দুয়া ও পাশ্ববর্তী মদন উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর সাথে ব্যাপক যুদ্ধে পাকহানাদার বাহিনী পর্যদস্ত হওয়ার সংবাদ পেয়ে কেন্দুয়ায় অবস্থানরত পাকবাহিনী আতংকিত অবস্থায় ৭ ডিসেম্বর সূর্যোদয়ের পূর্বেই কেন্দুয়ার ঘাঁটি ত্যাগ করে ময়মনসিংহর পথে পালিয়ে যায়।
পাকবাহিনী চলে যাওয়ার সাথে- সাথে কোম্পানী টু আইসি বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ তার সহকর্মী নিয়ে কেন্দুয়া দখল করেন। সে দিন মুক্তিকামী হাজারো জনতা স্বতস্ফুর্তভাবে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানান। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামের মোখলেছুর রহমান খান পাঠান, কচন্দারা গ্রামের মুখলেছুর রহমান।
এছাড়া অন্যত্র শহীদ হন রায়পুর গ্রামের ইপিআর এর নায়েক সুবেদার আ: রশিদ ও কুতুবপুর গ্রামের নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের পিতা সহকারী পুলিশ সুপার ফয়জুর রহমান।
স্বাধীনতা পরবর্তী সময়ে প্রতিবছর ৭ই ডিসেম্বর কেন্দুয়া হানাদার মুক্ত দিবস পালন করা হলেও এবার পালন করা হচ্ছে না।
এ ব্যাপারে হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান জানান, কোভিট-১৯ করোনা মহামারীর জন্য এ বছর আমরা হানাদার মুক্ত দিবসের সকল অনুষ্ঠান বাদ দিয়েছি। তাই এবার হানাদার মুক্ত দিবস পালন করা হবে না।
সুবর্নবাংলা-এসএমবি
Leave a Reply