গৌরীপুর প্রতিনিধি-
ময়মনসিংহ জেলার প্রশাসক মোঃ মিজানুর রহমান ৮ ডিসেস্বর (মঙ্গলবার) ৪টায় শহরের মধ্যবাজার বড় মসজিদ (মডেল মসজিদের স্থান) পরিদর্শ করেন। কোভিড-১৯ করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় ইমামদের সাথে মত বিনিময় করেন। এ সময় মুসল্লীদের মাক্স পরার বিষয়ে সচেতন করেন।
পরিদর্শন কালে সাথে ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ,সহকারী কমিশনার (ভূমি) আবেদুর রহমান,সেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি‘র প্রধান সমন্বয়কারী,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মেয়র প্রার্থী আবু কাউসার চৌধুরী রন্টি।
সুবর্নবাংলা-এসএমবি
Leave a Reply