শামীম খান-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের উত্তর বাজার এলাকায় শুক্রবার (১১ ডিসেম্বর) প্রস্তাবিত মডেল মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শন করেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আনিস মাহমুদ।
এ সময় ইফা মহাপরিচালক পৌর শহরে বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামায আদায় করেন এবং করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মুসুল্লিদের প্রতি আহবান জানান। নামায আদায় শেষে ইফা মহাপরিচালক আনিস মাহমুদ বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় মডেল মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শন ও সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত, মডেল মসজিদ নির্মাণ প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (পিডবিøউডি) সাইফুজ্জামান চুন্নু, ময়মনসিংহ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল ওয়াদুদ, কিশোরগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাফেজ আহাম্মদ, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি।
বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল মুনসুর বলেন ইফা মহাপরিচালক স্যার মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
সুবর্নবাংলা-এসএমবি
Leave a Reply